মেধাবী ছাত্রকে আর্থিক সাহায্য করল আর্শা থানার পুলিশ।
আরসা-আর্থিক অভাবে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করতে অসুবিধায় পড়ে ছিলেন পুরুলিয়া জেলার আরসা থানার শ্যামাপদ মুর্মু। অন্যান্য খবরের মত এই খবরটি পুলিশের কানে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলো আরসা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বছরের মেধাবী ছাত্র শ্যামাপদ মুর্মু কে 10000 টাকার আর্থিক সহযোগিতা করা হয়েছে। তার পাশে থাকার আশ্বাস দিয়েছে আরসা থানার পুলিশ।