পুরুলিয়া : ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল জেলা বিজেপি । উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং , জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বিজেপির বিধায়ক ও নেতা-কর্মীরা । বিজেপির অভিযোগ, “কেন্দ্র সরকার রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন সরবরাহ করলেও শাসকদলের সহযোগিতা ঘুরপথে সেগুলি বিক্রি করা হচ্ছে। তৃণমূল নেতা ও কর্মীরা ভ্যাকসিনে দলবাজি করছেন। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। অবিলম্বে সাধারণ মানুষ নিয়ম মেনে ভ্যাকসিন না পেলে বিজেপি বৃহত্তর ও আন্দোলন করতে বাধ্য।।