মানবাজার, পুরুলিয়া, ৭ জুলাই:- টানা পাঁচ দিন পানীয় জল মিলছেনা এই অভিযোগ তুলে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার মানবাজার শহরের বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ গত শুক্রবার থেকে জল সরবরাহ বন্ধ আছে মানবাজার, এর ফলে চরম দূর্ভোগে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের। যদিও প্রশাসনের দাবি পাইপ ফেটে যাবার ফলে জল সরবরাহ বিঘ্ন ঘটেছে। তবে জলের চাহিত মেটাতে ট্যাংকের মাধ্যমে শহরের পাড়ায় পাড়ায় জলের জোগান দেওয়া হচ্ছে বলে ব্লক প্রশাসনের দাবি।
এদিন হাঁড়ি কলসি রাস্তায় রেখে পথ অবরোধ করেন মানবাজার শহরের মহিলারা। এর ফলে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে মানবাজার ১ ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ী ঘটনাস্থলে গিয়ে দ্রুত নল বাহিত জল সরবরাহের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কংসাবতী নদীর মানবাজার থানার হরেকৃষ্ণ পুর গ্রামের পাম্প হাউস থেকে মানবাজার শহরে নল বাহিত জল সরবরাহ হয়।
প্রশাসন সূত্রের খবর পাম্প হাউস থেকে কিছুটা দূরে জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ার ফলে জল সরবরাহ ব্যাহত হয়। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মীরা ওই পাইপ মেরামতি করে জল সরবরাহ স্বাভাবিক হয়। পরে আবার অন্য এক জায়গায় পাইপ ফেটে যাবার ফলে আবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়।
মানবাজার শহরের কিছু বাসিন্দা দাবি করেন মানবাজার মহকুমা হলেও এখানে এখনো কোনো জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অফিস গড়ে ওঠেনি, ফলে ফলে কিছু সমস্যা দেখা দিলে পুরুলিয়া থেকে জিনিস এনে তা মেরামত করতে হয় ফলে অনেকটা সময় লেগে যায়।
কবে আবার আগের মত জল সরবরাহ স্বাভাবিক হবে সেই আশায় এখন দিন গুনছেন শহরের বাসিন্দারা।