পুরুলিয়া :একাধিক দাবি নিয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন তৃণমূল।মঙ্গলবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকের বিজেপি পরিচালিত আনাড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন তৃণমূল নেতা ও কর্মীরা। এদিন মিছিল করে আনাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।তাদের অভিযোগ 100 দিনের কাজে , প্রধানমন্ত্রী আবাস যোজনায়,নলকূপ খনন সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে। এছাড়াও সরকারি প্রকল্প গুলিতে স্বজনপোষণের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ডেপুটেশনে অংশগ্ৰহণ করেন আনাড়া অঞ্চল সভাপতি যজ্ঞেশ্বর বাউরি, সহ সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, তপশিলি জাতি ব্লক সভাপতি কালিপদ বাউরি, যুব সম্পাদক ধনঞ্জয় দেওঘোরিয়া , রুমা দেওঘরিয়া রবিন চক্রবর্তী, গৌতম দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। যদিও পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পঞ্চায়েত প্রধান জ্যোতি লায়েক।