পুরুলিয়া,পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদে সামিল হলো পুরুলিয়া শহরের কয়েকজন যুবক। মঙ্গলবার তুষার অস্থির নেতৃত্বে কিছু যুবক পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতোর বাড়ির সমনে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়। পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি ও ষড়ষের তেলের দাম তারসাথে রান্নার গ্যাসের দামের প্রতিবাদে জানিয়ে তারা সাংসদ তুমি দিল্লি যাও পেট্রোপণ্যের দাম কমাও বলে স্লোগান তুলতে থাকে। এদিন তারা চাঁদা করে ৩৫২টাকা একটি খামে ভরে সাংসদকে দিল্লির রেল ভাড়া হিসাবে প্রদান করেন। তিনি ট্রেনে করে দিল্লি গিয়ে সাংসদে মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন বলে দাবি তোলেন। কিন্তুু সাংসদ না দেখা করায় তার দেহ রক্ষীর হাতে সেই খামটি তুলে দেওয়া হয়।