বলরামপুর : মা আসছে,পূজোর ১০০ দিন বাকী,তারিমধ্যে আজ রবিবার বলরামপুর,রাঙ্গাডি গ্রামে,সুবর্ণ বনিক দূর্গা পূজা কমিটির উদ্যোগে করা হলো খুঁটি পূজো।তারা জানিয়েছেন,কলকাতার বিভিন্ন কমিটি রিতি মেনে করে থাকেন খুঁটি পূজো, সেই মতো আমরা এই বছর প্রথম এই উদ্যোগ নিলাম।