পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা দিয়ে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরে কাশিপুর থানার পুলিশ। শুক্রবার পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে কাশিপুর থানার সহযোগিতায় কাশিপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার, স্থানীয় ক্লাবের সদস্য সহ মোট 54 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিন রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেন রঘুনাথপুরের এস ডি পি ও দুর্বার বন্দ্যোপাধ্যায়, কাশিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।