পুরুলিয়া,অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি এবং ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে পুরুলিয়া শহরে পালিত হল ১৬৭তম হুল দিবস। ১৮৫৫ সালের ৩০জুন সিধো-কানহো-র নেতৃত্বে সংগঠিত হয় ঐতিহাসিক হূল বিদ্রোহ। সেই দিন থেকেই আদিবাসী সহ শোষিত, নীপিড়ীত মানুষ জল-জঙ্গল-জমির অধিকার রক্ষার্থে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। আজ পুরুলিয়া শহরের কোর্ট মোড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজকের এই কর্মসূচি তে সিধো-কানহো-র প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল‍্যদান করা হয়। শ্রদ্ধার্ঘ‍্য পাঠ করা হয়। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কমিটির আহ্বায়ক কালিপদ মূর্মূ। এছাড়াও জেলার রঘুনাথপুর, নেতুড়িয়া, সাঁতুড়ি, আড়ষা, ঝালদা, হুড়া এলাকায় এই দিনটি পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here