মানবাজার,,, করুণা সংক্রমণ কে রোধ করতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পাশাপাশি করুণাকে নির্মূল করতে এবার রাস্তায় নেমে পড়ল তৃণমূল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির মানবাজার ব্লকের 1 এর শাখা। শুক্রবার এই কর্মসূচির মাধ্যমে পথচলতি মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিল করা হয় এর পাশাপাশি মানবাজার গ্রামীণ হাসপাতাল রোগীদের শুকনো খাবার ও মাস্ক বিলি করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়ক ও পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, শিক্ষক নেতা ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদোর টুডু, সংগঠনের ব্লক সভাপতি সূদীপ বন্দ্যোপাধ্যায় সহ সংগঠনের নেতা প্রদীপ চাঁদ ,কালাচাঁদ মাহাতো, শান্তি গোপাল মাহাতো প্রমূখ। এদিন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী সন্ধ্যারানী টুডু ব্লক স্বাস্থ্য আধিকারিক গৌতম সতীনের হাতে দুটি নেবুলাইজার মেশিন তুলে দেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে হাসপাতালকে পাঁচটি নতুন বেড দেয়ারও আশ্বাস দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here