পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার অন্তর্গত পাড়া ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান। মানবাজার থেকে ভোটে নির্বাচিত হয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা রানী টুডু এছাড়াও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন গুরুপদো টুডু মঙ্গলবার পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়া হল। এছাড়াও এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি,জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি অমর মাহাতো এবং সমস্ত ব্লক আধিকারিক ও কর্মী বৃন্দ। এদিন এই সম্বর্ধনা সভা শেষ হবার পর পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এদিন তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুযোগ-সুবিধার কথা জানতে চাইলেন পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো আরো উন্নত কি করে করা যায় তা নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠক করলেন।