আদ্রা: “আমরা ক’জন” নামে আদ্রার একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে করনায় আক্রান্ত রুগীদের সেবায় জীবন বাজি রেখে পাড়ায় পাড়ায় 24 ঘন্টা কাজ করে যাওয়া,কখনো কাঁধে অক্সিজেনের সিলিন্ডার , কখনো ঔষধ পৌঁছানো, কখনো হাসপাতালের খোঁজ দেওয়া , কখনো রুগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ইত্যাদি কাজ করে চলেছে এমন তিন জন ব্যক্তিত্ত্বকে PPE kit (Personal Protective Equipment)ও সামান্য কিছু অর্থ ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়।এদিন অতিমারি করোনা যাদের জীবন অকালে কেড়ে নিয়েছে তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর কলেজের অধ্যাপক Shri Jyoti Prakash Mandal সহ সংস্থার সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here