রাজ্যে লকডাউন ঘোষণা হওয়ার পর চার জোড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল করলো আদ্রা ডিভিশন। জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন রবিবার থেকে আদ্রা ডিভিশন এর চারটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। আদ্রা আসানসোল আদ্রা মেমো প্যাসেঞ্জার, আদ্রা মেদিনীপুর আদ্রা মেমো প্যাসেঞ্জার, বাঁকুড়া মশাগ্রাম বাঁকুড়া মেমো প্যাসেঞ্জার, বাঁকুড়া মশাগ্রাম মেমো প্যাসেঞ্জার।