রঘুনাথপুরে বেসরকারি বীমা কোম্পানির অফিস থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
সোমবার বেলা ১১ টা নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার এক বেসরকারি বীমা কোম্পানির অফিস থেকে উদ্ধার হল সেই কোম্পানির এক কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ সূত্রে মৃত ব্যক্তির নাম সুব্রত মন্ডল। তিনি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে রঘুনাথপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। ঠিক কি কারণে মৃত্যু এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।