রঘুনাথপুর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের শাকা লেভেল ক্রসিংয়ের অদূরে। রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম দুলাল সিং সর্দার, বয়স ৪৫। বৃহস্পতিবার ভোরে ওই ব্যক্তি সহ আরো দুইজন একটি ছোট গাড়িতে বরাবাজার থানার বড়াহিড় থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় রঘুনাথপুরে শাঁকা লেভেল ক্রসিং এর কাছে একটি দাড়িয়ে থাকা লরিতে পেছন দিকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুলাল সিং সর্দারের।