রবিবার পুরুলিয়া জেলার কাশিপুর বিধানসভার অন্তর্গত হুড়া অখন্ড মন্ডল বিজেপির পক্ষ থেকে বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে বিজেপি নেতা কর্মীদের গলায় শোনা গেলো খেলা হবে খেলা হবে এর স্লোগান। 1000 এরও বেশী বাইকে নিয়ে বিজেপি নেতা কর্মীরা এই মিছিলে শামিল হন। ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সম্পাদক আব্দুল আলিম আনসারী, সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা, সম্পাদক রাজেশ চিন্না, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল গাফফার আনসারী, কাশিপুর বিধানসভার কনভেনার স্বপন চৌধুরী সহ হুড়া অখন্ড মন্ডলের পদাধিকারী ও কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে বেকারদের চাকরি, জেলায় নতুন শিল্পায়ন, নারী সুরক্ষা দাবিতে ও রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এই বাইক মিছিল আয়োজিত করা হয়।এদিন গতকাল বিজেপি নেতাদের বিরুদ্ধে ছত্রধর মাহাতোর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here