পুরুলিয়া জেলার সাঁতুড়ি ব্লকের গড়শিকা গ্রাম পঞ্চায়েতের কুলাই গ্রামের বাসিন্দা সঞ্জিত সাউ এবং তার ভাই ও বোন গৃহহীন অবস্থায় রয়েছে।
কয়েক বছর আগে তাদের মা শুনেনা সাউ প্রায়াত হয়েছেন, তাদের একমাত্র ভরসা তাদের বাবা অদ্বৈত সাউ তিনিও ৮ মাস আগে প্রয়াত হয়েছেন| থাকার একমাত্র ঘরটিও ভেঙে পড়েছে| বর্তমানে অভিভাবকহীন অনাথ ২ ভাই দশম শ্রেণীর ছাত্র সন্দিপ সাউ,রঞ্জিৎ সাউ ও সপ্তম শ্রেণীর ছাত্রী বোন প্রিয়ঙ্কা সাউ আশ্রয়স্থল গ্রামের একটি ক্লাব ঘর, গ্রামের লোকেরা ক্লাবঘরে তাদের থাকার ব্যবস্থা করে দেয়| প্রিয়াঙ্কা দুই ভাইয়ের জন্য রান্না করে খাওয়ায়| অবশ্য গ্রামের লোক তাদের সাহায্য ও সহযোগিতা করে|সন্দীপ সাউ জানায় তার বাবা বাড়ির দেওয়াল চাপা পড়ে মারা যায় তার পর থেকে তাদের খুবই করুণ অবস্থা খাবার জোটে না ঠিকমত এবং পড়াশোনার দিক দিয়েও অসুবিধা হয় বই খাতা কেনার। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
খবর আনন্দ অপেক্ষায় রইল কারা এগিয়ে আসেন প্রশাসন না কোনো রাজনৈতিক দল তাদের সহযোগিতায়।