পুরুলিয়া, পৌর এলাকায় বিশেষ নজরদারি রাখতে শুরু হলো সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ।ঝালদা পৌরসভা অফিসের ভিতরে সহ ঝালদা পৌরসভা কমপ্লেক্স এ সিসি টিভি ক্যামেরা বসানোর কাজ চলছে জোর কদমে। শুক্রবার থেকে পৌরসভার অফিস কার্যালয় সহ পৌরসভার মূল দরজার মুখে মোট আট টি সিসি ক্যামেরা বসানোর কাজ আরম্ভ হল। পৌরসভা সূত্রে খবর বেশ কিছু দিন আগে ঝালদা পৌরসভা কমপ্লেক্স থেকে পৌরসভার এক অস্থায়ী কর্মীর মোটরবাইক চুরি যায়। ঝালদা পৌরসভার বাসিন্দা দের একাংশের বক্তব্য পৌরসভা যে ভাবে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে তাতে কমপ্লেক্স এর নিরাপদেথাকবে তাদের বাহন গুলি সহ অন্যান্য জিনিসপত্র। পৌরসভার এই কাজের প্রশংসা করেছেন সকলেই। পৌরসভার প্রশাসক সুরেশ আগারওয়াল বলেন আমি প্রশাসকের চেয়ার এ বসার পর কিছুদিন আগে ঝালদা পৌরসভার এক কর্মীর মোটরবাইক চুরি যায় পৌরসভার কমপ্লেক্স থেকে তখন বিষয় টি নিয়ে খোঁজ নিয়ে জানতে পারি যে ঝালদা পৌরসভায় যে সিসি ক্যামেরা গুলো লাগানো ছিল সেগুলো অকেজো হয়ে পড়ে আছে ।তাই পৌরসভা কমপ্লেক্স এ সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিলাম যাতে পৌর অফিস চত্বরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা যেন চিহ্নিত করতে সুবিধা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here