শুক্রবার সকালে নিতুড়িয়া থানার মেকাতলা রেলগেটের সামনে ডাম্পার ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুটার চালকের। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম পরিমল পাল (৩০) । বাড়ি নিতুড়িয়া থানার রংডি গ্রামে। মৃতের ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রনের দাবিতে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিতুড়িয়া থানার পুলিশ ।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্কুটারে কিছু মাল নিয়ে ওই যুবক আসছিলো। নিতুড়িয়ার মেকাতলা গেটের সামনে রঘুনাথপুরগামী স্কুটারটিকে বরাকরগামী একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের । ডাম্পারের ধাক্কায় আরেক জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে নিতুড়িয়ার হাড়মাড্ডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডাম্পারের চালক ও খালাসি পলাতক।ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।