রঘুনাথপুর কলেজ অডিটোরিয়াম হলে রঘুনাথপুর মহকুমা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বিজয় সম্মাননা সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, সংগঠনের জেলা কার্যকরী সভাপতি প্রকাশ কুমার সিংহ দেও সহ অন্যান্যরা। এদিন মূলত সংগঠনের মাধ্যমে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে তার হাত মজবুত করার প্রতিশ্রুতি বদ্ধ হলেন সকলে। পাশাপাশি অশোকবাবু জানিয়ে দিলেন বাড়ি বাড়ি মাস্টারমশাই কর্মসূচির উপর আরো জোর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় একুশে নির্বাচনে জয় যুক্ত করতে হবে।