মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়লো পুরুলিয়ার বান্দোয়ান ও বরাবাজার থানা এলাকায়। লিফলেট ও ছবি সহ হিন্দিতে লেখা বেশ কিছু তাদের দালের নেতাদের মুক্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে পুলিশ পোস্টার গুলি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায় বরাবাজার থানার বাঁশবেরা গ্রাম পঞ্চায়েতের রানসি মোড়ে একটি বাড়ীর দেওয়ালে লাল কালিতে লেখা কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরোধিতা করা হয়েছে। হাজার হাজার একর জমি দখল করে মিত্তাল, বেদান্ত, জিন্দাল, মিত্তাল, টাটা দের প্রজেক্ট বানানোর জড়যন্ত্রকে ব্যর্থ করুন। অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। আগামী ২ থেকে ৮ ডিসেম্বর পি এল জি এ ২০ তম বর্ষপূর্তি পুরো উদ্দীপনার সাথে পালন করুন। এছাড়াও এদিন বান্দোয়ান থানা এলাকার মধুপুর গ্রাম সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়।