বরাবাজার পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতে চলেছে বিজেপি কংগ্রেস জোটের দখল করতে চলেছে তৃণমুল। বরাবাজার পঞ্চায়েত সমিতি মোট আসন সংখ্যা ২৮টি এর মধ্যে তৃণমুল ১৪টি বিজেপি ১৩টি ও কংগ্রেস ১টি আসন জয় লাভ করে। বিজেপি ও কংগ্রেস মিলে টসে জিতে এই সমিতি দখল করে । শনিবার বিজেপি থেকে পাঁচ জন সমিতির সদস্য তৃণমুলে যোগদান করেন তার ফলে তৃণমুলের ১৯টি আসন হয়ে। শুধু সময়ের অপেক্ষা বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল করতে চলেছে তৃণমুল কংগ্রেস। এদিন পঞ্চায়েত সমিতির সদস্যদের পাশাপাশি বরাবাজার মন্ডলের সহ সভাপতি জয়দেব গোস্বামীও যোগদান করে তৃণমুল কংগ্রেসে।২০২১ এর বিধানসভার আগে বান্দোয়ান বিধানসভায় শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু কডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় ।