পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পাড়া থানা সহযোগিতায় অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের সংবর্ধনা জানানো হল। এদিন পাঞ্জাবি ও ধুতি দিয়ে ৩৯ জন কনস্টেবল হোম গার্ড ও এন ভি এফ এর মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপি রঘুনাথপুর দুর্বার বন্দ্যোপাধ্যায়, সি আই রজত কান্তি পাল, ওসি বিশ্বজিৎ ব্যানার্জি প্রমূখ।