কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও উত্তর প্রদেশের হাথরাতের ঘটনার প্রতিবাদে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা। বৃহস্পতিবার  জনসভার পূর্বে তৃণমূল পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি বলরামপুর শহরের রথতলা থেকে শুরু হয়ে চকবাজার হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে।  মিছিলের নেতৃত্বে ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় ব্যানার্জি,  পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নভেন্দু মাহালি, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল,সহ-সভাপতি প্রতিমা কিস্কু,বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি গৌতম মাহাতো এবং শান্তিরাম মাহাতো প্রমূখ ও তৃণমূল নেত্রী বৃন্দ। আজকের মিছিলে এলাকার জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন আমরা খুব কম জনসংখ্যায় মিছিলটি করতে চেয়েছিলাম কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জন জনপ্লাবন নেমে আসে। মন্ত্রী আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনে বলরামপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস আবার নির্বাচিত হয়ে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবেন। পাশাপাশি সভাতে বক্তব্যের মাধ্যমে মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নভেন্দু মাহালী দুজনেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র  ক্ষোভ উগরে দিয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষিবিলের  নামে কৃষকদের সর্বনাশ করছে। এদিন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন।