আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ, হাসপাতালের বেহাল অবস্থার উন্নতি, গ্রামাঞ্চলের চলাচলের অযোগ্য রাস্তাগুলি মেরামত, পরিযায়ী শ্রমিকদের কাজ, দূষনমুক্ত পানীয় জল সরবরাহ, সকলের জন্য রেশন, গৃহনির্মাণ প্রকল্পে দূর্নীতি বন্ধ, মদ সম্পূর্ন নিষিদ্ধ সহ নানান দাবিতে এবং রেল সহ রাস্ট্রায়ত্ব সংস্থাগুলি বেসরকারিকরণের বিরুদ্ধে আজ ১লা অক্টোবর এস ইউ সি আই (সি) এর আন্দোলনে উত্তাল জেলার প্রতিটি বিডিও অফিস। রঘুনাথপুর-১, কাশিপুর, নেতুড়িয়া, সাঁতুড়ি, রঘুনাথপুর-২, পাড়া, হুড়া, ঝালদা-১-২, আড়ষা, জয়পুর, পুরুলিয়া- ১ ,২, বলরামপুর সহ সর্বত্র মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিটি মিছিলে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এলাকার দাবি শ্লোগানের মধ‍্যদিয়ে জনসমক্ষে তুলে ধরা হয়। আড়ষা, কাশিপুর, হুড়া, নেতুড়িয়া তে শতাধিক কর্মী সমর্থক মিছিলে অংশ নেয়।
এস ইউ সি আই (সি) এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুবর্ণ কুমার বলেন এই ডেপুটেশন জেলার প্রতিটি ব্লকে দেওয়া হয়, এই ডেপুটেশনে আঞ্চলিক দাবি সহ রাস্ট্রায়ত্ব সংস্থার বেসরকারীকরনের বিরুদ্ধে দাবি তোলা হয়। দাবি পুরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো।