30 শে সেপ্টেম্বর সারা ভারত ফরওয়ার্ড ব্লক, বাঘমুণ্ডি লোকাল কমিটির পক্ষ থেকে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাথ’তার প্রতিবাদে ও জনজীবনের 9 দফা দাবিতে বাঘমুণ্ডি ব্লকের বিডিও এর মাধ্যমে মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে গনডেপটেশন এর কম’সূচি পালিত হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মাঝি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাতো, জয়সিং মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবি সমূহ
- সরকারী চাকুরি হীন প্রতি টি পরিবার কে বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল ডাল আটা তেল নুন সাবান মাস্ক আগামী একবছর সরবরাহ করতে হবে।
2, কম’হীন ও কম’সন্ধানী বেকার যুবকদের কম সুদে ব্যাংক ঋণ দিতে হবে।
3, বছরে 100দিনের পরিবতে’ 200দিন কাজ গ্রাম ও শহরে চালু করতে হবে।
4, গরীব ও নিম্ন মধ্যবিত্ত পরিবার পিছু মাসিক দশ হাজার টাকা অনুদান দিতে হবে। - মহিলা স্বনির্ভর গোষ্ঠী র ঋন ও সুদ মুকুব করতে হবে।
সহ অন্যান্য দাবি।