করোনা আবহে রক্তের যোগান পূর্ণ করতে ও মানুষকে রক্তদানের প্রতি সচেতন করার লক্ষ্যে আদ্রা বাঙালি সমিতির উদ্যোগে বুধবার একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। বুধবার এই রক্তদান শিবিরে 36 ইউনিট রক্ত দান করা হয়। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্ত গুলি প্রদান করা হয় ।