ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। ধৃতদের নাম গণেশ শর্মা 45 ও সুব্রত ব্যানার্জি 37, তাদের বাড়ি ঝারখন্ড রাজ্যের টেলকো ও গোলমারী থানা এলাকায়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। এই মর্মে পেশায় পুলিশের গাড়ী চালক বান্দোয়ান থানার পারবাইদ গ্রামের যুবক দীপঙ্কর মাহাতো তাদের বিরুদ্ধে বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ রবিবার বিকেলে মাস্ক না পড়ে থাকায় দুই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছ থেকে পুলিশের ভয় দেখিয়ে কুড়ি হাজার টাকার দাবি করে। দীপঙ্কর ফাঁদ পেতে তাদেরকে 10 হাজার টাকা দিয়ে পুরো বিষয়টি বান্দোয়ান থানার পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি প্রেস কার্ড দেখায়। তাদেরকে আটক করে নিয়ে আসা হয় বান্দোয়ান থানায়। তাদের কাছ থেকে 10 হাজার টাকা ও ভূয়ো প্রেসকার্ড উদ্ধার করে পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তাদের বিরুদ্ধে 384 /819/ 420 /468/ 471/ 120b/34 IPC ধারায় মামলা রুজু করেন বান্দোয়ান থানার পুলিশ। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর এর আগেও তারা এই এলাকায় বিভিন্ন বাহন থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।