শিশুদের অধিকার ও সচেতনতা বৃদ্ধির ঊদ্ধেসে এক সচেতনতা শিবির আয়োজন করল মানিকপাড়া এগ্রিকালটারাল ডেভলপমেন্ট সোসাইটি ও একলব্য ফাউন্ডেশন। এদিন এই শিবির টি অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলার হুড়া ব্লকের তিলাবনি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। বাচ্চাদের যে প্রতিকূলতার সামনে প্রতিনিয়ত পড়তে হয় তা থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই শিবির আয়োজন করা হয় । মূলত যৌন হেনস্থা, পারিবারিক হিংসা, বাচ্চাদের ভুল বোঝানো বা চাইল্ড ট্রাফিককিং, অর্গান বিসনেস এসবের শিকার অতি সহজেই হয়.. তাই এই নিষ্পাপ শিশুদের অধিকার রক্ষার্থে তারা দলবদ্ধ। শিশু ও তাদের অভিভাবক দের সচেতন করা হয় কিভাবে কোন পরিস্তিতিতে কি করা উচিত । এছাড়া বাচ্চাদের সাস্থ্য সম্বন্ধেও সচেতন করা হয়। এই অনুষ্ঠান এ উপস্তিত ছিলেন BDO , DMDC, স্থানীয় কর্মাধ্যক্ষ, শিশু ও নারী সুরক্ষা আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েত আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব শেষে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়।