পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে চা চক্রে পাড়া বিধানসভার রঘুনাথপুর2 ব্লকের চেলিয়ামা অন্চলের সাঁওতালডি বাংকারগোরায় TMC থেকে 12 টি পরিবার 45জন সমর্থক, CPIMথেকে 14 টি পরিবার 75 জন সমর্থক, মোট 26 টি পরিবার 120 জন সমর্থক নিয়ে বিজেপি তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিনহা সহ পদাধিকারী এবং বিজেপির কার্যকর্তারা।
পুরুলিয়া জেলা। 15/09/2020.