জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছাত্র শহীদ দিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসও। 1959 সালের 1লা সেপ্টেম্বর প্রতিবাদী ছাত্রদের উপর তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়ে নৃশংসভাবে বহু ছাত্রকে হত্যা করেছিল। সেই ঘটনাকে ধিক্কার জানিয়ে গোটা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। তখন থেকেই ১লা সেপ্টেম্বর দিনটিকে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করে আসছে AIDSO.। ডিএস ওর জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার জানান আজ পুরুলিয়া জেলার সদর শহর সহ কাশিপুর, রঘুনাথপুর, পাড়া ,লালপুর, ঝালদা ও মানবাজারে শহীদ বেদী করে মাল্যদান করেন সংগঠনের কর্মী সমর্থকরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে তা বাতিল করার দাবি এবং রাজ্য সরকার ১লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবস দিনটিকে পুলিশি দিবস ঘোষণা করায় তীব্র ধিক্কার জানানো হয়।