পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চেলিয়ামা বিজলি প্রভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এ দ্বাদশ শ্রেণিতে ভর্তির অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার সকালে বিদ্যালয় এ পড়ুয়া অভিযোগ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে অতিরিক্ত টাকা নেওয়া যদিও তার রশিদ দেওয়া হচ্ছে না । ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছান রঘুনাথপুর ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।স্কুলের টি আই সি চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়ের সাথে আলোচনায় বসেন সঞ্জীববাবু।লক ডাউন পরিস্থিতিতে এলাকার গরীব অবিভাবকদের পক্ষে বাড়তি টাকা দেওয়া সম্ভবপর নয়।এই কথা জানিয়ে বাড়তি ফি নেওয়া বন্ধের দাবি জানান তিনি।পরে অবশ্য টি আই সি চিত্তরঞ্জনবাবু জানান স্কুলের অতিথি শিক্ষকদের বেতন দেওয়ার জন্য ছাত্রদের কাছ থেকে কিছু বাড়তি টাকা নেওয়া হচ্ছিল।অবিভাবকের একাংশের সাথে আলোচনার পরে তাদের অনুমতিক্রমেই বাড়তি টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।তবে কিছু অভিভাবক জানান দীর্ঘ সময় ধরেই তাদের সাথে কোন মিটিং ই করেনি স্কুল কর্তপক্ষ।পড়ুয়া ও অবিভাবকদের চাপে বাড়তি ২৫০ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন টি আই সি।অন্যদিকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর ২ চক্রের এস আই বিশ্বজিত হেমব্রম।