১১ আগস্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত‍্যোৎসর্গ দিবস। ১৯০৮ সালের আজকের দিনেই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছিলেন এই বীর বিপ্লবী। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরেও শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি রঘুনাথপুরের উদ‍্যোগে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই মূর্তির পাদদেশে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাননীয় শ্রী কালাচাঁদ চ‍্যাটার্জী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার প্রশাসক মাননীয় মদন বরাট। মাল‍্যদান, সঙ্গীত, আলোচনা মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়।এই অনুষ্ঠানে করোনা অতিমারির সংকটকালেও যথাযথ সাস্থ্য বিধি ও শারীরিক দূরত্ব মেনেই কমিটির সদস্য সহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। এছাড়া ঐদিন জেলার বিভিন্ন প্রান্তে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত‍্যোৎসর্গ দিবস পালন করা হয়।