১৬-১৭ লকডাউনের দিন পরিবর্তনের দাবি তে সরব হয়েছিল পুরুলিয়া জেলা বাসী সহ বিভিন্ন রাজনৈতিক দল।রাজ্য সরকার করোনা মোকাবেলায় সাপ্তাহিক দুদিন লকডাউনের সিদ্ধান্ত নেয় সেই মতো ১৬ ও ১৭ই আগস্ট লকডাউন এর দিন ধার্য করা হয়েছিল।
তবে মনসা পূজা উপলক্ষে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ,ও ঝাড়গ্রামে ১৬ এবং ১৭ ই আগস্ট লোকডাউনে ছাড় দিল সরকার।