একাধিক দাবিতে পুরুলিয়া জেলার কাশিপুরে CPIM সম্পাদকমন্ডলীর পক্ষথেকে অবস্থান বিক্ষোভ করলেন।
তাদের দাবিগুলোর মধ্য ছিল
১.আয়কর দেন না এমন প্রত্যেকটি পরিবারকে কেন্দ্রীয় সরকার থেকে মাসিক ৭৫০০ টাকা করে দিতে হবে
২. ৬ মাস মাথাপিছু দশ কেজি করে চাল বিনামূল্যে দিতে হবে
৩.বিদ্যুৎ বিল মকুব করতে হবে
৪.কাজ হারানো সকলের কাজ চাই , NREGA তে ২০০ দিন কাজ দিতে হবে ,
৫.শ্রম আইন বাতিল করা চলবে না , আয়কর দেয় না এমন সবার একাউন্টে মাসে ৭৫০০ টাকা করে অন্তত ৬ মাস দিতে হবে ,

এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার পুরুলিয়ার কাশিপুরে অবস্থান বিক্ষোভ হয়। এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন CPI(M)পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কাশিনাথ ব্যানার্জী,জেলা কমিটির সদস্য নন্দলাল হাঁসদা,গোবর্দ্ধন শীল,সত্যনারায়ন বাউরী,অঞ্জনা রায় প্রমুখ এবং নেতাকর্মীরা |