পুরুলিয়া : দেশে কোভিড ১৯ এর প্রকোপ দিতেই মহার্ঘ হয়ে উঠেছিল হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস মাস্ক। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছিলেন বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জেলার বিভিন্ন ব্লকে এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে শুরু হয়েছিল মাস্ক তৈরির কাজ। রঘুনাথপুর ১ ব্লকে মাস্কের পাশাপাশি চলছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কাজও। জেলার সাঁতুড়ি ব্লকের ২৪ জন স্বনির্ভর গোষ্ঠীর মাহিলা অবশ্য মাস্কের পাশাপাশি তৈরি করছেন ফেস শিল্ডও। যা এই জেলায় এক অভিনব উদ্যোগ। মূলত সাঁতুড়ির ব্লক প্রশাসনের উদ্যোগে এবং মহিলাদের তৈরি এই ফেস শিল্ড ও মাস্ক ব্যবহার করছেন, জেলা প্রশাসনের আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। চিকিৎসকদের মতে ফেস মাস্কের তুলনায় ফেস শিল্ড অনেকটাই সুরক্ষা প্রদান করে। কারণ মাস্ক শুধুমাত্র নাক ও মুখ ঢাকা দিতে সক্ষম কিন্তু এই ফেস শিল্ড কপাল, চোখ, কান সহ পুরো মুখ মণ্ডলে সুরক্ষা দিতে সক্ষম। এ ফোর সাইজের কাগজের থেকে কিছু চোট চৌকা প্ল্যাস্টিকের স্বচ্ছ শিট, পিভিসি টেপ ও স্পঞ্জ স্টেপলার দিয়ে সেটে এবং মাথায় বাঁধার জন্য ইলাস্টিকের গার্ডার লাগিয়ে অনাসয়ে বানিয়ে ফেলছেন এই শিল্ড। এই শিল্ডগুলি পাঠিয়ে যে অর্থ উপার্জন হচ্ছে তা সরাসরি দেওয়া হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। প্রতিটি মাস্কের দাম রাখা রয়েছে ১৫ টাকা এবং ফেস শিল্ডের দাম ধার্য্য করা হয়েছে ২৫ টাকা।
পুরুলিয়া থেকে তীর্থ রায়