রাজস্থানের কোটা থেকে ফিরলো পুরুলিয়ার ৫৮ জন পড়ুয়া । পড়াশোনা করতে লক ডাউনের কারণে রাজস্থানের কোটায় গত দেড় মাসের বেশী সময় ধরে আটকে ছিলো পুরুলিয়া জেলার ৫৮জন পড়ুয়া৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগে আটকে পড়া সেইসব পড়ুয়াদের আজ ফিরিয়ে আনা হল।
এদিন স্বাস্থ্য পরীক্ষার পর পড়ুয়া দের হোম করেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা l