বাংলার জনপ্রিয় অভিনেতা প্রয়াত হলেন তাপস পাল। মুম্বাইতে থাকা তার কন্যা সোহিনী পালের সাথে দেখা করার পর কলকাতা আর ফেরা হলো না টলিউড অভিনেতা এবং তৃণমূল সাংসদ তাপস পালের। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৬১ বছর বয়সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
গতমাসে জানুয়ারি ২৮ তারিখে মুম্বাই গিয়েছিলেন তিনি, ফেরার কথা ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু ফেরার আগে থেকেই তিনি তার বুকের ব্যথা অনুভব করছিলেন তাই সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন তিনি।
আজ ভোররাত ৩ টে ৫১ মিনিট নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। বাঁচানো সম্ভব হলো না “দাদার কীর্তি” অভিনেতাকে। এটি ছিল তার প্রথম ছবি ২২ বছর বয়সে। এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর শোকে শোকস্তব্ধ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।