খবর আনন্দ-প্রবল উদ্দীপনা এবং উৎসাহের সাথে শেষ হল শহীদ ভগৎ সিং মেমোরিয়াল এম এল এ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার বিকেলে আদ্রা বাঁকড়া ডাঙ্গা ক্রিকেট ময়দানে আদ্রা ইঞ্জিনিয়ারিং বনাম আদ্রা ওয়ারলেস ক্লাবের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় বিজয়ী হন আদ্রা ইঞ্জিনিয়ারিং ক্লাব। এদিন বিজয়ী দলের হাতে 10000 টাকা এবং ট্রফি তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের কমেন্টের জয় বন্দ্যোপাধ্যায়। বিজিত দল আদ্রা ওয়ারলেসের হাতে 7000 টাকা এবং ট্রফি তুলে দেন তৃণমূল নেতা হাজারী বাউরী।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com