নিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহবানে সপ্তম সারা বাংলা বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় lরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী শিক্ষক গবেষক অধ্যাপক এই বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করেন l এই সম্মেলন কুসংস্কারমুক্ত সমাজ গড়তে এবং বিজ্ঞানমনস্ক মনন গড়ে তুলতে এবং শিক্ষায় ও গবেষণায় ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত হয় l ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শুরুর দিন থেকেই সমাজের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান – এই আদর্শ নিয়ে নতুন বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু আরম্ভ করে lআজ শিক্ষায় এবং বিশেষভাবে বিজ্ঞান শিক্ষার উপরে সরকারের নানান নীতির যে আক্রমণ আসছে এবং শিক্ষার সিলেবাস এর মধ্যে যেভাবে অপবিজ্ঞান এবং ইতিহাস বিকৃতি ঘটছে আগামী দিনে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হবে l এর বিরুদ্ধে ব্রেকথ্রু সাইন্স সোসাইটি দেশের বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান গবেষক দের নিয়ে দেশজুড়ে মার্চ ফর সাইন্স এর আয়োজন করেছে l এই মার্চ ফর সাইন্স এর অন্যতম দাবি ছিল শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের 10 শতাংশ ব্যয় করতে হবে এবং বিজ্ঞান গবেষণা খাতে জিডিপির 3 শতাংশ খরচ করতে হবে l মার্চ ফর সাইন্স দাবি তুলেছে দেশের সরকারি নীতি বিজ্ঞান প্রমাণ নির্ভর হতে হবে l এই দাবিতে এখনও সাইন্স সোসাইটি দেশজুড়ে আন্দোলন করছে l খুবই দুঃখের কথা আজও দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ডাইনি সন্দেহে খুন করা হয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়, দেশের বহু মানুষ আজও কুশিক্ষা এবং কুসংস্কারে আচ্ছন্ন l দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার যথার্থ পরিমণ্ডল গড়ে তুলতে পারছে না, তাই যথার্থ বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞান আন্দোলন প্রয়োজন lখুবই আশার কথা, আজ প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক গবেষক অধ্যাপক এই বিজ্ঞান সম্মেলনে উপস্থিত হয়েছেন l এই সম্মেলন আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপরোক্ত দাবিগুলির ভিত্তিতে আরো শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেবে l এই সম্মেলন সময়ের দাবি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করবে l সম্মেলন দাবি করছে অবিলম্বে রাজ্যে ডাইনী বিরোধী কালা জাদু বিরোধী আইন প্রণয়ন করুক, দেশের সমস্ত মানুষের কাছে পরিষ্কার পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক, শিক্ষার সিলেবাস থেকে অবৈজ্ঞানিক, বিজ্ঞানের দ্বারা প্রমাণিত নয় এমন বিষয়গুলি বাতিল করা এবং এর পরিবর্তে সঠিক বিজ্ঞানসম্মত সিলেবাস গড়ে তুলতে হবে l এই সম্মেলন দাবি করছে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় যেভাবে অবৈজ্ঞানিক, অপবিজ্ঞানের চর্চা চলছে এবং প্রচার-প্রসার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে lআজকের এই বিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন রাঁচির এন আই এফ এফ টি ডাইরেক্টর অধ্যাপক পার্থপ্রতিম চ্যাটার্জী l দু’দিনব্যাপী এই সম্মেলনে বিজ্ঞানের দুটি বিষয়ে সেমিনার হবে l এই সেমিনার গুলিতে বক্তব্য রাখবেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, প্রখ্যাত ভূতত্ত্ব বিজ্ঞানী এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সভাপতি, অধ্যাপক নীলেশ মাইতি সম্পাদক ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ শাখা, অধ্যাপক অদীনপুণ্য মিত্র, আই আই টি খড়গপুর, অধ্যাপক শীর্ষেন্দু দে, আই আই টি খড়গপুর ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী; অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি আইআইএস ই আর – কলকাতা, ও ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী এবং সাধারণ সম্পাদক ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ।KAPURULIA (YouTube)KHABAR ANANDA (Facebook)www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here