পুরুলিয়াতে পানীয় জল ও সেচের সমস্যা মেটাতে বিশেষ জোর দেওয়ার নির্দেশ প্রশাসনিক বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে জেলা প্রশাসন ও অন্যনা সমস্ত দফতরগুলির আধিকারিকদের নিয়ে ওই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো,সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত বিধায়করা।ওই বৈঠকেই পি এইচ ই দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।কেন সময়ের মধ্যে জাইকা প্রকল্পের কাজ শেষ করতে পারছেনা পি এইচ ই সেই নিয়ে খোজ নেন।দফতরের আধিকারিদের কড়া ভাষায় সতর্ক ও করেছেন মুখ্যমন্ত্রী।একই সাথে জেলার জল ও সেচের সমস্যা মেটাতে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন।এদিন বৈঠকে জন প্রতিনিধি বিশেষ করে বিধায়করা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ কিভাবে করছেন সেই খোজ নিয়ে বিধায়কদের আরো বেশি করে এলাকায় ঘোরার নির্দেশ দিয়েছেন।প্রানী সম্পদ উন্নয়ন দফতরের কাজ নিয়েও কিছুটা উষ্মা প্রকাশ করে কেন গরীব মানুষদের বিলি করা ছাগল মারা যাচ্ছে সেই বিষয়ে খোজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।প্রয়োজনে সংঘের কাছ থেকে ছাগল কেনার পক্রিয়া বন্ধের কথা বৈঠকে বলেছেন তিনি।।পুরুলিয়া শহরে বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য লটারি পদ্ধতি বাতিল করে সমস্ত বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য পুরপ্রধান কে বলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here