হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঝালদা থানার পুস্তি এলাকার ভাকোয়াডী গ্রামের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ মৃত ব্যক্তির নাম মেটরা লোহার (৬০ )জানিয়েছেন যার বাড়ি ঝালদা থানার পুস্তি এলাকায় ভাকুড়ি গ্রামে। পুলিশ সূত্রে খবর এদিন সকালে পেশায় সবজি বিক্রেতা মেটরা লোহার তার পুত্র সুভাষ এর সঙ্গে

মোটরসাইকেলে করে ট্রেন ধরতে তরাং স্টেশন যাচ্ছিলেন। সেই সময় সাতটি হাতির দল তাদের উপরে হামলা চালায়। কোনরকম পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন সুভাষ যদিও হাতির দলটি মেটরা লোহার এর উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকাবাসী বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এলাকাবাসীর দাবি হাতির হানায় কয়েক বিঘা জমিতে নষ্ট হয়েছে ফসল। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন এলাকায় পৌঁছায়। বন দফতর সূত্রের খবর হাতির দল বর্তমানে হেসলা পাহাড়ে রয়েছে। মৃত সবজি ব্যবসায়ীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছেন বনদপ্তর। এদিন ঘটনার পর মৃত সবজি বিক্রেতার বাড়ি পরিদর্শন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here