রঘুনাথপুর : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রঘুনাথপুর মহকুমার জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র দাখিল বিজেপির , উপস্থিত বিজেপির সাংসদ ও বিধায়কেরা। মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরী,কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা।