আনাড়া আরপিএফের পরিচালনায় আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনে শতাধিক চারা গাছ লাগানো হলো এলাকায়। রেল শহর আনারার রেলের জমিতে একাধিক জায়গায় গাছ লাগানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপিএফ আধিকারিক অজয় কুমার গড়াই, এসআই জিআরপিএস আনারা অজয় মুখার্জি, এসআই এলপিএস সুকুমার হোতা, ডাক্তার এন কে মোনাল, এসএমআর সঞ্জয় কুমার ,মনোজ কুমার সহ সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র প্রতিনিধি সহ প্রিন্সিপাল রেলওয়ে স্কুল আনারা। এদিন মোট 500টি গাছ আমলা, পেয়ারা ,আম, কাঁঠাল তামরিন্ড, মেহগনি ,মালিসিয়া সাল, করঞ্জ মেহগনি ,গুলমোহর গাছ লাগানো হয়।