বাড়ি থেকে পালিয়ে যাওয়া ৬ নাবালক নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড আইনের হাতে তুলে দিলো আনাড়া আর.পি.এফ। আনাড়া আরপিএফ পোষ্টের আধিকারিক এ কে গড়াই জানান শুক্রবার দুপুর 11:25 নাগাদ ৫ নাবালিকা ও ১ নাবালক টাটা আসানসোল ট্রেন যাত্রা করেছিলেন। বাগালিয়া স্টেশনে ট্রেন পেরোনোর পর কর্মরত আরপিএফ এর আধিকারিক ও কর্মীরা ট্রেনের মধ্যে সন্দেহজনক ভাবে তাদের ঘোরাফেরা করতে দেখে প্রশ্ন করলে বিষয়টি সামনে আসে। তিনি জানান পাড়া থানা অন্তর্গত আনাড়া এলাকার একই পরিবারের ৬ সদস্য বাড়িতে ঝগড়া করে পালিয়ে যাওয়ার জন্য ট্রেনে উঠে ছিলেন। সকলকে আনাড়া স্টেশনে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের পরিচয় জানা যায়। বিষয়টি আদ্রা চাইল্ড লাইন কে জানানো হয় এবং তারপরই নিয়ম মেনে সকলকেই চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়।