৩ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে ৩১টি চুরির মোটরসাইকেল উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান গত 7 ফেব্রুয়ারি রঘুনাথপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে।রঘুনাথপুর থানা এলাকার যুবক মনোজ স্বর্ণকার কে পুলিশ রিমান্ডে নিয়ে তার কাছ থেকে দশটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে। আদ্রা থানার পুলিশ গতকাল জিতেন্দ্র কুমার নামে এক যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দশটি চুরির মোটরসাইকেলের হদিস পায়। এরইমধ্যে সাঁওতালডি থানার পুলিশ ওই এলাকার বাসিন্দা সজল দাস কে গ্রেপ্তার করে তার কাছ থেকেও চুরি যাওয়া মোটরসাইকেলের হদিস পাওয়া যায়। বর্তমানে এই তিনজনকেই পুলিশ রিমান্ডে নিয়ে আরো কিছু চুরি যাওয়া মোটরসাইকেলের হদিশ খুঁজছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্তর রাজ্য মোটরসাইকেল পাচারকারীরা যুক্ত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here