পাড়া-চুরির অভিযোগে ৩ কুখ্যাত চোর কে গ্রেপ্তার কোরলো পাড়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের পাড়া থানার আনারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর সুনীল চিত্রকার ও সঞ্জীব চিত্রকার তারা অন্ডাল থানা এলাকার বাসিন্দা এবং পিন্টু চিত্রকার তার বাড়ি রঘুনাথপুর থানা অন্তর্গত রামকানালি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় এই তিন দুষ্কৃতী দীর্ঘদিন ধরে পাড়া থানা, রঘুনাথপুর থানা ও আদ্রা থানার এলাকায় রেল আবাসনসহ বিভিন্ন বাড়ি থেকে বহুমূল্য জিনিসপত্র চুরি করেছেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খোঁজ করছিল। পুলিশের দাবি তারা চুরির কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে বেশকিছু চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পুরো চক্র কে ধরার জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।