পুরুলিয়া : একদিকে যখন বিশ্বজুড়ে চলছে দেবী দুর্গার আরাধনা সেই সময় উল্টো চিত্র পুরুলিয়ার কাশিপুর থানা অন্তর্গত ভালাগোড়া গ্রামে হুদুড়দুর্গা (মহিষাসুর) পুজো। আদিবাসী খেড়ওয়াল সমাজের মানুষরা ১১ বছর ধরে দুর্গাপূজার নবমীর দিন অসুরের পুজো করে আসছেন সেই মতো আজও হলো নিয়ম মেনে অসুরের পুজো। পুজোর উদ্যোক্তা অজিত প্রসাদ হেমরম জানান আমাদের পূর্বপুরুষ ছিলেন ওসুর সম্রাট মহিষাসুর, তাকে ছল করে হত্যা করা হয়েছিল তাই তার মৃত্যুতে আজও আমরা হুদুড়দুর্গা স্মরণ সভা পালন করে আসছি। অজিতবাবুর দাবি ভারতবর্ষে প্রথম উনি এই গ্রামে হুদুড়দুর্গা (মহিষাসুর) স্মরণ সভা শুরু করেছেন।