মানবিক আবেদনে সাড়া দিয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে লাগাতার লকডাউনে রোজগার হারানো মানুষের পাশে দাঁড়াল বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে এবং বান্দোয়ান সায়েন্স এন্ড কালচারাল সোসাইটির সহযোগিতায় আজ অর্থাৎ 6 ই সেপ্টেম্বর পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের প্রত্যন্ত এলাকার তিনটি শবর গ্রামের (খেজুরদি, গঙ্গমন্ন, বাঁধ ডি)
৪০ টি পরিবারের হাতে আলু, ডাল, তেল, সোয়েবিন, বিস্কুট, সাবান সহ নানান খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরুলিয়া জেলা সহ- সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত জানান…. যদিও এই সাহায্য প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। তবুও একটি সামাজিক সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। তাই এবার পরিকল্পনা করে একেবারে পিছিয়ে পড়া শবর জাতির মধ্যে ত্রাণ বিতরণ করলাম। আগামী দিনে জেলার কয়েকটি এলাকায় আরও এই ধরনের ত্রাণ শিবির করার পরিকল্পনা রয়েছে।