পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং সাওঁতালডিহি থানার ব্যবস্থাপনায় সাওঁতালডিহি এস.টি.পি.এস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই মহৎ অনুষ্ঠানে পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার্স ও সাধারণ মানুষ মিলিয়ে মোট ৪১ জন রক্তদান করেছেন।
এই উদার কর্মসূচিতে প্রসেনজিৎ দাস, ভারপ্রাপ্ত পরিদর্শক সাওঁতালডিহি থানা উপস্থিত থেকে রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।