সাঁওতালডি-সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়ন এর সাঁওতালডি থার্মাল পাওয়ার প্রজেক্ট কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, INTTUC জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃন্দ।শ্রমিক সংগঠনকে মজবুত করতে CITU শ্রমিক সংগঠন থেকে ১২০ জন শ্রমিক INTTUC তে যোগদান করেন ৷